নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : আওয়ামীলীগের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান এর পুত্র অয়ন ওসমান প্রথম পুত্র সন্তান এর বাবা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার ৩টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি ক্লিনিক এপোলো হাসপাতালে একটি ছেলে সন্তান প্রসব করেন অয়ন ওসমানের স্ত্রী ইরফানা আহমদ রাশমী। বিষয়টি সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছেন।
এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান দাদা এবং জেলা মহিলা সংস্থার সভাপতি ও সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি হলেন দাদি হলেন।
তাছাড়া এর আগে গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে নবাব সলিমুল্লাহ সড়কের উপর এক জনসভায় ছেলের বাবা এবং নিজের দাদা হবার বিষয়টি জানিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান ।
এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল অয়ন ওসমান প্রথম পুত্র সন্তান এর বাবা হওয়ায় নতুন অতিথির আগমন উপলক্ষে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস বলেন, আমাদের নারায়ণগঞ্জ এর পরিবার এ নতুন অতিথির আগমন এ কেএম অয়ন ওসমান পুত্র সন্তান এর বাবা হলেন আলহামদুলিল্লাহ্ ।
জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব ফেসবুকে স্ট্যাটাস এ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আলহামদুলিল্লাহ্, ওসমান পরিবারে নতুন অতিথির আগমন। দাদা হলেন জননেতা এ কে এম শামীম ওসমান (এমপি)। পুত্র সন্তানের জনক হলেন এ কে এম অয়ন ওসমান, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ডিসেম্বরে সাংসদ পুত্র অয়ন ওসমানের সাথে এক সময়ের রাজনীতিক খোকা মহিউদ্দিনের নাতনি ও গুলশান সিনেমা হলের মালিক ফয়েজউদ্দিন আহমদ লাভলুর মেয়ে ইরফানা আহমদ রাশমীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওই বছরের ১২ ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ধুমধাম করে অয়ন ওসমানের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। পরে ২২ ডিসেম্বর ফতুল্লার ইসদাইরে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বৌ-ভাতের অনুষ্ঠান করা হয়। বিয়ের দুই বছরের মাথায় বাবা হতে চলেছেন সাংসদ পুত্র অয়ন ওসমান।