নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, আগামী ২১ ডিসেম্বর (শুক্রবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাইর নারায়ণগঞ্জে শুভাগমন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে।
তিনি আরও বলেন, হাতপাখা মার্কার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার হাতপাখার প্রার্থীগণ শৈত্যপ্রবাহ ও বৃষ্টির মাঝে কোনো দলের প্রতিপক্ষ হিসেবে নয়, ইসলামী আন্দোলনের আদর্শ সকল ভোটারের কর্ণকুহরে পৌঁছানোর জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দালন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারও আগামী ২১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
বুধবার (১৯ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।