পিতার মৃত্যুর পর করোনায় মারা গেল ছেলে, সৎকারে টিম খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কালিরবাজার নিবাসী স্বর্ণ ব্যবসায়ী লক্ষন চন্দ্র বর্মন (৩৬) করোনা আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৭ই মার্চ শনিবার মৃত্যু বরণ করেন। ২৭ই মার্চ শনিবার টিম খোরশেদ এর ১৫৭ তম দাফন-সৎকার। পারিবারিক আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে সৎকার সম্পন্ন করেছে। এ সময় টিমে ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন,  মো.শহীদ, আলী সাবাব টিপু, ইসতিয়াক খন্দকার নকীব ও নাইম মোল্লা।

উল্লেখ্য যে গত সপ্তাহে ১৮ মার্চ বৃহস্পতিবার লক্ষনের পিতা কার্তিক বর্মণও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

add-content

আরও খবর

পঠিত