পিতার ঐতিহ্য ধরে ক্লাবের উন্নয়নে কাজ করতে চাই : সভাপতি প্রার্থী মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব এর নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ ছিলো মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। এতে অংশ নিতে মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় ক্লাবের ২য় তলায় সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আসিফ হাসান মাহমুদ (মানু)। যিনি ইতোমধ্যে দুইবার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও নারায়ণগঞ্জ ক্লাবে দ্বিতীয় বাঙ্গালী সভাপতি নির্বাচিত হয়েছিলেন এ এইচ মাহমুদ। যার উত্তরসূরি হিসেবে এ ক্লাবেই সভাপতি হবার জন্য প্রার্থী হয়েছেন পুত্র আসিফ হাসান মাহমুদ মানু। পিতার ঐতিহ্য ধরে রাখার জন্য নিজের সবটুকু উজার করে দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলেও তিনি জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উর্ধ্বতন সহ-সভাপতি পদে হারুন-অর-রশীদ ও সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান মারুফ এর বিপক্ষে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।  এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন, মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, শফিকুল ইসলাম, হুমায়ুন কবীর খান শিল্পি, হাবিবুর রহমান বাদল।

এছাড়াও সভাপতি পদে আবুল মনসুর, আলহাজ্ব এম সোলাইমান, কার্যনির্বাহী সদস্য পদে, মো. আব্দুল খালেক, মো. হোসেন মনির, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, খাঁজা এবায়দুল হক, হাজ্বী কামাল উদ্দিন আহমেদ, কৌশিক সাহা, সুশান্ত কুমার তালুকদার, এসএম শাহীন, আলহাজ্ব মো. শাহীন, সাইদুল্লাহ হৃদয়, সালাহ উদ্দিন আহমেদ নান্নু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র জমা দেয়া শেষে সংবাদকর্মীদের আসিফ হাসান মাহমুদ (মানু) বলেন, আমি আমার পিতার সুনাম বজায় রাখতে চাই। এছাড়াও তরুন প্রজন্মের সদস্যদের প্রতিক হতে চাই। বর্তমান ক্লাব সভাপতি তানভীর আহমেদ টিটু তার সুফল কর্মকান্ডে ক্লাবের সদস্যদের কাছে ব্যপাক জনপ্রিয়তা অর্জন করেছেন।  আমিও এই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাবের উন্নয়নের স্বার্থে সকলকে নিয়ে কাজ করার জন্য সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি ক্লাবের প্রবীন ও নবীন সদস্য সহ সকলের নিকট দোয়া কামনা করছি। সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে যেন ভবিষ্যতে ক্লাবের উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, মহনগর আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সৃষ্টি ফ্যাশন হাউজ লি: এর পরিচালক কবির হোসেন, মহানগর কৃষক লীগের যুগ্ম আহŸায়ক এস.এম জিল¬ুর রহমান লিটন সহ ক্লাব সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত