পাওনাদি আদায়ের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ ও শ্রম দপ্তর ঘেরাও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পাওনাদি আদায়ের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে প্যারাডাইজ কেবলস লি. এর শ্রমিকরা । সোমবার (৬ মে) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তারা এ সমাবেশ করেন। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল করে বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও করে। এসময় শ্রমিকরা ৫ মাসের বকেয়া বেতন, ২ বছরের ওভারটাইম ও বাৎসরিক ছুটির টাকাসহ অন্যান্য ভাতা প্রদানের দাবী জানায়।

সমাবেশে বক্তারা বলেন, আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এক মাসের বেতন দিয়ে পরের মাসে সব পরিশোধ করে দিবেন। তখন বড় বড় কথা বলেছেন। আজ তিনি কোথায়? আজ আমরা না খেয়ে থাকবো কেন? আমরা কাজ করে বেতন চাইলে এমন করবে কেন? বেতন চাইলে শ্রমিকদের সাথে খারাপ আচরণ করা হয়। জানি না কার নির্দেশে এরকম করা হচ্ছে। রোজার মাসে আমরা পরিবার নিয়ে কিভাবে সংসার চালাবো।

ইউনাইটেড গার্মেন্টস ওয়ার্কাস পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ রাজুর সভাপতিত্বে অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর শহরের চাষাঢ়া সলিমুল্লাহ রোডস্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানলয় শ্রম অদিপ্তরের পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন এর কার্যালয় ঘেরাও করে। ওইসময় শ্রমিকরা তাদের দাবী আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও বেশকিছুক্ষণ সেখানে তারা অবস্থান নেন।

add-content

আরও খবর

পঠিত