নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তর কেরানীগঞ্জ প্রতিনিধিকে কারাগারে ও চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম সামাদ মতিন।
সাধারণ সম্পাদক আবদুর রহিমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহীন, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সেলিম মুন্সি, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মো. মাসুম, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জি এ রাজু, আলামিন প্রধান, মাদুস আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে কেরানীগঞ্জ প্রতিনিধিকে কারাগার থেকে মুক্তি ও অপর চার সাংবাদিকের মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।