নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রকাশিত সংবাদকে অপপ্রচার আখ্যা দিয়ে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি শাহ আলম গাজী টেনু বলেছেন, শামীম ওসমানের নির্বাচন করার পর থেকেই একটা গ্রুপ আমার পিছনে লাগে। এর পিছনে পলাশের ষড়যন্ত্র রয়েছে। এ কারণে ট্রাকচালক ইউনিয়ণে আমার সাবেক বিশ্বস্ত কর্মচারি তাহের হোসেনকে এ নিয়ে মারপিট করা হয়। পরে তাহের তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করে। আমি তাহেরের সাথে গিয়েছিলাম। শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
টেনু সংবাদ সম্মেলনে আরো জানান, কুতুবপুরের এমপি হিসেবে সাংসদ শামীম ওসমান আমাকে ঘোষণা দিয়ে আসছে। তারপরও আমি ওখানে কোনো রকম জোর জলুম করি না। আমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একটি সাধারণ ডায়েরীও নেই। আমি সর্বদা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান করি এবং তাদের প্রতিহত করার জন্য সর্বদা জনতম তৈরি করে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আসছি। তারপরও আমাকে সন্ত্রাসী চাঁদাবাজ বানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে অপপ্রচার হচ্ছে। আমি এই মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক।