পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে : কাদের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বিবেচনায় স্কুল কলেজ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ১৪ মার্চ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।

ওবায়দুল কাদের বলেন, সরকারিভাবে বেসরকারিভাবে সারা বাংলাদেশে আমরা খোঁজ খবর প্রতিনিয়তই রাখছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নজরদারি চলছে। সময়মতোই আমরা পদক্ষেপ নেবো। কারণ এখন এটাকে নিয়ে প্যানিক করে কোন লাভ নেই। আমাদের এখানে বিষয়টা ওই পর্যায়ে আসেনি। নতুন করে সংক্রমণ হওয়ার কোন খবর আমরা পাচ্ছিনা।

করোনা বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। তিনি বলেন, করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। সংবাদ সম্মেলন শেষে জনসচেতনতা সৃষ্টিতে আওয়ামী লীগ নেতারা লিফলেট বিতরণ করেন বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়।

add-content

আরও খবর

পঠিত