নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মাদ সুলতান মাহমুদ পহেলা ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এক সংবাদ বিবৃতিতে বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়া নাগরিক হিসেবে আমাদের সবারই কাম্য। এই সবগুলো অর্জন আসবে ইসলামের পরিপূর্ণ বিধান মানলেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে ইসলাম যেমনি সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেছে তেমনি মা-বোনদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। ভোট যেহেতু পবিত্র আমানত।
এই আমানতের যাতে খেয়ানত না হয় সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার প্রার্থীরা হাতপাখার পক্ষে কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু এবং মা-বোনদেরকে ভোটকেন্দ্রে নির্ভয়ে যাওয়ার জন্য এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্যও তিনি উদাত্ত আহবান জানান।
প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জকে শুধু উন্নয়ন দিয়ে নয়, নারায়ণগঞ্জবাসীর সুখে-দু;খে তাদের পাশে দাড়িয়ে তাদের কথা শোনার মানসিকতা লালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।
পরিশেষে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী যেমন শিক্ষা-দীক্ষায় উন্নত, তেমনি শিল্প সংস্কৃতিতে ও উন্নত। তাঁরা যদি তাদের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে শুধু কথার ফুলঝুরি না শুনে, কথাও কাজের মিল দেখে সিদ্ধান্ত নেয় তাহলে আমরা পথ হারাবোনা।