নৌকার প্রচারণা চালিয়ে সর্বত্র গণজোয়াড় সৃষ্টি করতে হবে : আরজু ভূঁইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে হলে ঘরে ঘরে নৌকার প্রচারণা চালিয়ে সর্বত্র গণজোয়াড় সৃষ্টি করতে হবে এবং তার ফলেই নৌকার প্রতি জনগণের আস্থা বাড়বে।

বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আরজু ভূঁইয়া তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী আওয়ামী লীগের উন্নয়নের কর্মকান্ডের প্রচারনা চালিয়ে ভোটারদের মন জয় করে নেবার নির্দেশনা দিয়েছেন। সেলক্ষ্যে আমরা তৃণমূলের সাথে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের প্রচারণা চালানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের উপর আমি ৩০ হাজার লিফল্যাট ছাপিয়েছি, যা বিভিন্ন জায়গায় জনসাধারণের মধ্যে বিতরণ করা হচ্ছে।

নাসিক নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীর মত একজন যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে বিজয় সুনিশ্চিত হয়েছে। কারণ তিনি ঘরে ঘরে গিয়েছেন এবং সকলের মন জয় করে নৌকায় ভোট নিয়েছেন। তাই অত্র আসনে যাকে তাকে মনোনয়ন দিলেই চলবেনা। যার মাধ্যমে সত্যিকার অর্থেই নৌকার বিজয় আসবে ঠিক তেমন যোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দেবার অনুরোধ রাখছি এবং অবহেলীত অত্র আসনের নেতা-কর্মীদের বাঁচাতে অত্র আসনে নৌকার প্রার্থী দেবার বিষয়ে শেখ হাসিনাকে অনুরোধ করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার নওফেল চৌধুরীকে দৃষ্টি আকর্ষণ করছি।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

তাছাড়া উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, বন্দর থানা আওয়ামী লীগ, বন্দর থানা যুবলীগ, বন্দর থানা ছাত্রলীগ, মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত