নেপালের প্রতিনিধি দলের সাথে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মতবিনিময়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নেপালের বানিজ্য প্রতিনিধি দলের সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পারস্পরিক ব্যবসায়িক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এ সভা আয়োজন করা হয়। ব্যবসায়িক প্রতিনিধি দল দুইদেশের মধ্যে বানিজ্য বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। নেপাল হতে সাশ্রয়ীমুল্যে বিভিন্ন ধরনে সুতা, এগ্রো প্রডাক্ট, এলাচি, স্টবেরী, এভোকাডো, এ্যাস্পারাগাস আমদানী করা যেতে পারে।

এ ছাড়াও যৌথ বিনিয়োগে নেপালে জলবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করার প্রতি দৃষ্টি আকর্ষন করেন । নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বাংলাদেশ হতে তৈরি পোষাক, চামড়াজাত দ্রব্য, হোম টেক্সটাইল, পাটজাত দ্রব্যে সহজে রপ্তানী করা প্রতি গুরুত্বারোপ করেন। বাংলাদেশের স্থল বন্দর বাংলাবান্দা হতে সহজে ভারতের মধ্যে দিয়ে নেপালে পন্য আমদানী-রপ্তানীর দ্বার এ সরকারের সময়ে উম্মোচিত হয়েছে । নেপাল প্রতিনিধি দল সুবিধাজনক সময়ে নেপাল সফরের আমন্ত্রণ জানান। এভাবে সফরের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে এবং বানিজ্য প্রসারিত হবে এ মর্মে দুদেশের প্রতিনিধিগন আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, নেপালের পক্ষে বাংলাদেশস্থ নেপালের মিনিস্টার কাউন্সিলর /চার্জ দ্যা এ্যাফায়ার্স ধান বাহাদুর অলি, নেপাল ইয়ার্ন প্রডিউসার এসোসিয়েশনের সচিব উত্তম প্রসাদ গৌতম, নেপাল ইয়ার্ন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি প্রন গোলেন, সৌরভ গ্রুপের চেয়ারম্যান বিষ্ণু প্রসাদ নেউপানি ,ত্রিভেনী স্পিনিং মিল্স লি. এর জিএম এম কে দাস, জগধাম্বা স্পিনিং মিল্স লি: এর সিনিয়র ম্যানেজার সিউনান্দ মানি ত্রিপাঠি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক হোসনে আরা বাবলী এমপি, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মাসুম, সোহেল আক্তার সোহান, এহসানুল হাসান নিপু, আরিফ দিপু , সাবেক পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু।

add-content

আরও খবর

পঠিত