নুরবাগ যুবসংগঠনের যুবকরা সত্যিকার অর্থেই সোনার ছেলে : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ব্রত নিয়ে দূর্বার গতিতে এগিয়ে চলেছেন। প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসন যেভাবে মাদকের বিরোদ্ধে সোচ্চার হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন জঙ্গীবাদ, ইভটিজার, মাদক ব্যবসায়ীর স্থান নেই।

শুক্রবার বিকালে ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ এলাকায় নুরবাগযুব সংগঠনের ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি সংগঠন সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে থাকে। তেমনি নুরবাগ যুবসংগঠনের যুবকরা সত্যিকার অর্থেই সোনার ছেলে। বিভিন্ন সময়ে তারা এলাকার সামাজিক কাজগুলোতে ওতপ্রোতভাবে অংশ নিয়ে ভাল কাজগুলো করে থাকে। যা সত্যিই প্রশংসার দাবিদার। রমজান মাস সংযবের মাসেও তারা এই এলাকার গরিব-দু:খীদের জন্য যে ইফতার সামগ্রীর আয়োজন করেছে তাই আমি বিমোহিত। আমি সবসময় এই এলাকার যুবকদের সাথে একাত্বতা প্রকাশ করে আজীবন সাধারণ মানুষের সেবা করতে চাই।

নুরবাগ যুব সংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শরিফ হাসান চিশতি, নুরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রিপন, আবাবিল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ ব্যংকার, নুরবাগ যুব সংগঠনের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ রাজু, যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন, মো. হোসেন, রয়েল মিয়া, মো. রতন, নুরইসলাম, নুরুজ্জামান, মোখলেছুর রহমান, মো. নাছির মিয়া, সাদ্দাম হোসেন, মো. সোহাগ, মো. ইমরান, মো. অনিক প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত