নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় নেতা জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, যতই দিন যাচ্ছে নির্বাচন কমিশন আওয়ামী সরকারেরই মিনি সংস্করণ রূপে আবির্ভূত হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে প্রশ্ন বিদ্ধ হবে তা নির্বাচন কমিশনের ইদানিংকালের কার্যক্রমই আগাম বলে দিচ্ছে। এই নির্বাচন কমিশন বিগত দিনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত কোন নির্বাচনেই ভোটারদের সন্তুষ্টি অর্জন করতে পারেনি। যেন সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাই ছিল তাদের একমাত্র কাজ। আর তাই এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনও যদি তারা একই কায়দায় সম্পন্ন করেন তবে জনতার আদালতে তাদের নিশ্চয় বিচারের কাঠ গড়ায় দাড়াতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
২৪ নভেম্বর শনিবার সকালে গাবতলী বাজার এলাকাতে শ্রমিকনেতা আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক রোকসানা বেগম, শ্রমিকনেতা খোকন রাজ, হাফিজুর রহমান, জহির, মেহেদী হাসান হাসিব, রাফিউর জামান ভুইয়া, মোহাম্মদ স¤্রাট, সাকিবুল হাসান খান শুভ, ফয়সাল আহমেদ বাবু ও প্রমূখ।