নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু আর একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের যে কোন পায়তারা থেকে সরকারকে সরে আসার আহŸান জানিয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনকে বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে সরকারি দল ও জোট যে অধিকার ভোগ করছে বিরোধী দল ও প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের জন্যেও একই অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, গত ১০ বছরে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি মানুষের যে অবিশ্বাস ও অনাস্থা সৃষ্টি হয়েছে তা দূর করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর দল নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। তবেই কেবলমাত্র সকল বিরোধী দল ও জোট আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে।
আবু হাসান টিপু বলেন, প্রধান প্রতিপক্ষের প্রকাশ্য জনসভা, বক্তৃতা, বিবৃতিকে সরকারের বিরুদ্ধে নাসকতার উদ্দেশ্যে উস্কানী আখ্যা দিয়ে নেতৃবৃন্দের উপর মামলা এবং সারা দেশে সকল বিরোধী দল মতের মানুষের উপর দমন-নিপীড়ন অব্যাহত রেখে লেভেল প্লেইন ফিল্ড হয়না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বোধোদয় হওয়া খুবই জরুরি যে, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের তকমা মঞ্চস্থের কোনো অবকাশ নেই।
১৬ নভেম্বর শুক্রবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ওয়াবদারপুলে অনুষ্ঠিত কর্মী সভাতে তিনি এসব কথা বলেন।
শ্রমিকনেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মী সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোক্তার হোসেন, খোকন রাজ, আব্দুল মজিদ, শওকত আলী ও প্রমুখ।