নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি পন্থী আইনজীবীদের শো-ডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি পন্থী আইনজীবীদের মিছিলে আদালত পাড়ায় বইছে এখন নির্বাচনী হাওয়া। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার ৭ নভেম্বর দুপুরে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল র্কোট প্রাঙ্গন। এই নির্বাচনে বারী-শাহীন পরিষদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে দফায় দফায় শো-ডাউন করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা।

শো-ডাউন শেষে বার ভবনের সামনে সংক্ষিপ্ত সভা করেন বিএনপি পন্থী আইনজীবীরা। এসময় মিছিলটিতে নেতৃত্ব প্রদান করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। পরে সাধারন আইনজীবীদের কাছে ঐক্য পরিষদের জন্য ভোট প্রার্থণা করেন বিএনপি পন্থী আইনজীবীরা।

এসময় উপস্থিত ছিলেন, এড. মোঃ সাখাওয়াত হোসেন খান,এড. মোঃ জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবির, এড. নবী হোসেন, এড. আব্দুল হামিদ ভাষানী, এড. রেজাউল করিম খান রেজা, এড. বোরহান উদ্দীন সরকার, এড. ফাতেমা মাসুদ, এড. সীমা সিদ্দিকী, এড. শামীমা শারমীন, এড. রফিক আহাম্মদ, এড. রকিবুল হাসান শিমুল, এড. খোরশেদ আলম, এড. হাফিজ মোল্লা, এড. শাহ আলম খান, এড. কাজী আব্দুল গাফ্ফার, এড. আনোয়ার প্রধান, এড. আলম খান, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. আজিজ আল মামুন, এড. মাসুদা বেগম সম্পা,  এড. হামিদা বেগম লিজা, এড. গোলাম হোসেন ও প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত