নিটিং ব্যবসায়ীদের যেকোন সহযোগীতায় পাশে থাকবে আজমেরী ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নিটিং ব্যবসায়ীদের যেকোন সহযোগীতায় পাশে থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একে এম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান। শনিবার (২৯ মে) সকালে আল্লামা ইকবাল রোডে তার বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত নীট ঐক্য পরিষদ প্যানেলের নব-নির্বাচিত ব্যবসায়ীবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে আজমেরী ওসমান বলেন, নিটিং ব্যবসায়ীদের যেভাবে উন্নয়ন করা দরকার। আপনারা সেভাবে কাজ করবেন। যাতে করে নিটিং ব্যবসায়ীরা লাভবান হয়। আর এজন্য আপনাদের যেকোন সহযোগীতায় আমাকে প্রয়োজন হলে জানাবেন।

এ সময় উপস্থিত ছিলেন- সম্মিলিত নীট ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি মো.মাহবুবুর রহমান স্বপন, সহ-সভাপতি আবুল বাসার, রকিবুল হাসান রাকিব, মো. কবির হোসেন ভূইয়া, মো. জাহাঙ্গীর আলম, ডিরেক্টর মো.মুকুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৬ই মে অনুষ্ঠিত বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়শনের নির্বাচনে সম্মিলিত নীট ঐক্য পরিষদ প্যানেলের ২১জন প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থী জয় লাভ করেন।

add-content

আরও খবর

পঠিত