নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারি লীগ (রেজি: নং-১৮৮৮) আঞ্চলিক কমিটির ড্রেজার, বাপাউবো, নারায়ণগঞ্জ শাখার কার্যালয় উদ্বোধনর করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর কিল্লারপুল এলাকায় এ কার্যালয়টি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সদস্য রহুম আলহাজ্ব নাসিম ওসমানের সহ-ধর্মীনি ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রী পারভীন ওসমান।
উদ্বোধন অনুষ্ঠানে পারভীন ওসমান বলেছেন, এই মাস স্বাধীনতার মাস। এই মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে জাতীয় ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তবে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে সেই প্রস্তুতি কমিয়ে আনা হয়েছে। করোনা একটি বিশাল ভাইরাস। এই ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা একে অন্যের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো।
তিনি বলেন, জাতির পিতা এই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করে গেছেন। দেশ স্বাধীনের পর যখন তিনি একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই খন্দকার মোস্তাকেরা স্ব-পরিবারে জাতির মহানায়ককে হত্যা করে। তবে বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই তাঁর জন্য দোয়া করবো, যাতে করে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে যেতে পারেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। যে বাড়িতে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই শামসুজ্জোহার বড় পুত্র নাসিম ওসমান ছিল মাটি ও মানুষের নেতা। সদর-বন্দরবাসীর জন্য তিনি সারাটা জীবন নিজেকে উজার করে দিয়ে গেছেন। তিনি নিজের চাইতেও নারায়ণগঞ্জবাসীকে ভালোবাসতেন। আমার পরিবার কৃতজ্ঞ, কেননা তার মৃত্যুর পর এখনো বন্দরবাসী তাকে তাদের মনের মণিকোঠায় রেখেছেন। বঙ্গবন্ধুকে যেদিন স্ব-পরিবারে হত্যা করা হলো, সেদিন ছিল বাসর রাত। নাসিম ওসমান সেই রাতে আমাকে ফেলে বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য ভারত চলে গেলেন। সেখানে তিনি আরো একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা জানতামও না তিনি বেঁচে আছেন না মারা গেছেন। ওনার মৃত্যু হলেও আমার মনে হয় এখনো তিনি আমাদের মাঝেই বেঁচে আছেন।
ড্রেজারের দ্বন্দ্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব আঝে সেটা আমি বুঝতে পেরেছি। শীঘ্রই সেই দ্বন্দ্ব নিরসনে আপনাদের নিয়ে বসবো। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। কিছু করতে হলে পদ-পদবী লাগে না। মনের ইচ্ছেটাই যথেষ্ট।
এসময় আরো উপস্থিত ছিলেন নাসিম ওসমান দু:স্থ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, কেন্দ্রীয় ড্রেজার পানি উন্নয়ন শ্রমিক লীগ (রেজিঃ বি-১৮৮৮) সভাপতি মাহবুব আলম, পানি উন্নয়ন শ্রমিক লীগ (রেজিঃ বি-১৮৮৮) নারায়ণগঞ্জ বাপাউবো ড্রেজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সলেমান মিয়া, কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা শাহ আলম সবুজ, শাহাদাৎ হোসেন রুপু প্রমূখ।