নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার আবুধাবি হয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন ও যুব দক্ষতা উন্নয়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন (গাভি) টিকা প্রদানে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো নামে পুরস্কার প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ইউনিসেফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ শীর্ষক পুরস্কারে প্রধানমন্ত্রীকে সম্মানিত করবে। আগামী ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী।