নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ ২০১৯ এর ফাইনালে মহসিন ক্লাব ৯ উইকেটে জুবায়ের-জাবির একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে টস জিতে জুবায়ের-জাবির একাদশ প্রথমে ব্যাট করতে নেমেও মহসিন ক্লাবের বোলারদের তোপের মুখে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায়। মহসিন ক্লাবের ইকরামুল ইমন ৭.২ ওভারে ৮ রানে পান ৫ উইকেট। জবাবে মহসিন ক্লাবের অধিনায়ক আবিদুজ্জামানের অপরাজিত ৬০ রানের সুবাদে ৯ উইকেটের সহজ জয়ে তারা চ্যাম্পিয়ণ হয়ে ২য় বিভাগ ক্রিকেট লীগে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ণ ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল। ক্রিকেট উপ কমিটির আহবায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য মো: রবিউল হোসেন, মো: আসলাম, ফিরোজ মাহমুদ সামা, মাহবুবুল হক উজ্জল, মাহবুবব হোসেন বিজন, ক্রিকেট অনুরাগী মোদাচ্ছেুরুল হক দুলাল, ডিষ্ট্রিক কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জেলার খেলাধুলার উন্নয়ণে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেছেন।