নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ ও প্রধান অতিথির হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু স্বপন দত্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারন সম্পাদক মাইন উদ্দিন আহম্মেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হরিপদ, শংকর দে, সাধারন সম্পাদক মো: আওলাদ হোসেন, সহ সাধারন সম্পাদক মো: নূও হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলী, প্রচার সম্পাদক দিদার মিয়া, দপ্তর সম্পাদক মো: নাসির মিয়া, কোষাধ্যক্ষ চিত্তরঞ্জন নন্দী, সদস্য শিবু বিশ্বাস, কালিপদ দাস, হিরা মিয়া প্রমূখ।