না.গঞ্জ হাই স্কুল এন্ড কলেজে ৩ দিন ব্যাপী বই মেলা শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে তৃতীয়বারের মতো ৩দিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে শিশু-কিশোর সংগঠন কৈশোর তারুণ্যে বই। ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ বই মেলার উদ্বোধন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কৈশোর তারুণ্যে বই এর সভাপতি, সময় টেলিভিশনের পরিচালক ও বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, সংগঠনের ট্রাষ্ট্রি সদস্য সৈয়দ জাকির হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কান্তি সাহা ও পরিচালনা পর্ষদ সদস্য আবদুস সালাম, শিফট ইনচার্জ কামরুল ইসলাম, সানোয়ারা বেগম ও কবি মুজিবুল হক কবীর।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি বেশি শিক্ষামূলক বই পড়ার তাগিদ দেন। তিনি একই সাথে প্রতিটি বিদ্যালয়ের পাঠাগারকে আরো সমৃদ্ধ করার আহবান জানিয়ে বলেন, আমাদের ইতিহাসকে জানতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। তিনি বলেন, জাতীয় গ্রন্থকেন্দ্র স্কুল গুলোতে পাঠাগার প্রতিষ্ঠায় সব ধরণের সহযোগিতা করবে। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রথম দিনেই জমে উঠেছে বই মেলার প্রাঙ্গন। এবারের বই মেলায় রাজধানীর নয়টি পুস্তক প্রকাশনী সংস্থা দেশের বিখ্যাত লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বইয়ের পসরা সাজিয়েছেন।

পুস্তক বিক্রেতারা জানান, গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞাণ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন লেখকের নানা ধরনের বই এবারের মেলায় প্রাধান্য পেয়েছে।

শিক্ষামূলক বইয়ের পাশাপাশি নিজেদের পছন্দের লেখকদের নতুন নতুন বই হাতের নাগালে পেয়ে আনন্দে আত্মহারা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কেনার প্রতিযোগিতায় মেতে উঠেছে তারা। শিক্ষার্থীরা জানায়, এ বই মেলা তাদের প্রাণের বই মেলা। যার মাধ্যমে তাদের জ্ঞাণচর্চা ও জ্ঞাণের পরিধি বিস্তৃত হচ্ছে। প্রতিটি স্কুলেই এ ধরণের বই মেলার আয়োজন করা উচিত বলে মনে করছে তারা।

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে কৈশোর তারুণ্যে বই আয়োজিত তিন দিন ব্যাপী এ বই মেলা চলবে আগমী ১৮ জুলাই সকাল নয়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এদিকে আগামী ২০ জুলাই শনিবার থেকে শুরু হবে বিদ্যা নিকেতন হাই স্কুলে ৩দিন ব্যাপী বই মেলা।

add-content

আরও খবর

পঠিত