নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সাংবাদিকদের প্রাণের সংগঠন গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে এন এ এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এশিয়ান টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ২১ ভোট। এছাড়া বিপুল ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩০ ভোট। মোট ভোটার সংখ্যা ছিলো ৫৫ জন।
অন্যদিকে সহ-সভাপতি পদে আমার সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক অগ্রবানীর সহ-সম্পাদক উত্তম সাহা পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদকে অন্যান্য প্রার্থী মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১২ ভোট, এছাড়াও বাংলা সংবাদ এর সম্পাদক শাহাদাৎ হোসেন ভুইয়া পেয়েছেন ৮ ভোট।
এদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আমার বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার ও অর্থ সম্পাদক পদে পাক্ষিক তথ্য পত্রের ব্যবস্থাপনা সম্পাদক জাহেরুল ইসলাম মোল্লা সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রুদ্র কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে রুদ্র বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আক্তার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন এজাজ কোরেশী, নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাগণ হলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, আর টিভির সাবেক স্টাফ ও এন.এ.এন টিভির সিইও গিয়াস উদ্দিন মন্টু, চ্যানেল নিউজ ২৪ ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, কলামিস্ট ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টি জেলার সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, হাজী আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনী, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, সংগঠক ও সমাজ সেবক মো. বদরুল হক। এছাড়াও নির্বাচন পরিচালনার উপ-কমিটিতে আহ্বায়ক ছিলেন নুরুজ্জমান কাউসার, সদস্য সচিব হাসান মুমদার বাবলু ও জাহিরুল ইমলাম মোল্লা সাগর।