না.গঞ্জ সদর হাসপাতালে বেড-অক্সিজেন দিলেন লিপি ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ  সদর জেনারেল হাসপাতালে জরুরি প্রয়োজন হওয়ায় ১০টি বেড ও ছয়টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন জেলা মহিলা সংস্থার সভাপতি ও সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি। ১৯ আগস্ট বুধবার বিকালে তার দেওয়া বেড ও অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে আগে নিয়মিত রোগীদের চিকিৎসা করা হতো। বর্তমানে হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতাল হওয়ায় সব রোগীরা সদর জেনারেল হাসপাতালে ভিড় করছেন। এতে করে হঠাৎ এত রোগীর চাপে বেড ও অক্সিজেন প্রয়োজন পড়ে হাসপাতালটিতে।

বেড ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় লিপি ওসমান বলেন, হাসপাতালে বেডের অভাবে কোনো রোগী যদি ভর্তি হতে না পারে সেটি দু:খজনক। তাই রোগীদের কথা চিন্তা করে দ্রুত বেড ও অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছি। প্রয়োজনে আরও বেড ও অক্সিজেনের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চাপ সামাল দিতে গিয়ে বেড ও অক্সিজেন সিলিন্ডার সংকটে পড়ে। পরে জরুরি প্রয়োজন অনুভব করে দ্রুত বেড ও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেন সালমা ওসমান লিপি।

add-content

আরও খবর

পঠিত