না.গঞ্জ সদর মডেল থানার ওসিকে মালিবাগে বদলি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে। তবে, নতুন ওসি হিসেবে কে আসবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। ২৫ নভেম্বর বুধবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বদলি করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন

এসপি জায়েদুল আলম বলেন, সদর থানার ওসি মো.আসাদুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ঢাকার মালিবাগে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে কে আসবেন তা এখনও সিদ্ধান্ত হয় নি।

বদলির বিষয়ে সদরের ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার মালিবাগে এসবিতে বদলি করা হয়েছে তাকে। আজই (বুধবার) তিনি চিঠি পেয়েছেন। দুএক দিনের মধ্যে নতুন ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলামকে বদলি করা হয়। তার স্থলে দায়িত্ব পান মো. আসাদুজ্জামান। এক বছরেরও বেশি সময় তিনি সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

add-content

আরও খবর

পঠিত