নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের নলুয়াপাড়া ও আল-আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো, আব্দল হামিদ কালাই (৩২), কাতিক চন্দ্র পাল (৩০), অভি (২৯), ইকবাল ইউসুফ হিমেল (২৮), নুরু মিয়া (৫৫), সাইফুল (৩৩) ও মমিন হোসেন (৩০)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন মন্ডল জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশে জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক বিক্রেতাদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়েছে। অভিযানে এখন পর্যন্ত মাদক বিক্রেতাসহ সাতজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।