নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন, বেকারত্ব দূর করতে বাংলাদেশ সরকার সেইপের মাধ্যমে নানা প্রশিক্ষণের আয়োজন করেছেন। যা সরকারের ২১ এবং ৪১ সালে ভিশন বাস্তবায়নে অবদান রাখবে। ২২ জানুয়ারি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে সেইপ এর অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র ওয়ার্কসপ ফ্যাসিলিটেটর মো: জিয়া উদ্দিন বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের অভূতপূর্ব ধারা টেকসই করার জন্য প্রয়োজন বলিষ্ঠ শিল্পখাত। তাই, বাজার চাহিদার আলোকে দক্ষ শ্রমিক সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশের শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৪ইং সাল থেকে সরকার সেই প্রকল্প বাস্তবায়ন করছেন। সরকারের অর্থ মন্ত্রনালায় এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন। এর মাধ্যমে সমাজের শিক্ষিত, অল্প শিক্ষিত, সুবিধা বঞ্চিত বেকারদের প্রশিক্ষনের মধ্যেমে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন সহ জনপ্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিগন। সরকারি খরচে সেইপ এর প্রশিক্ষণ নিবো, দেশ বিদেশে কাজ পাবো এই শ্লোগানকে সামনে রেখে প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আরিফুল হকের সঞ্চালনায় প্রেজেন্টশন উপস্থাপন করেন সোসাল মার্কেটিং অফিসার মোঃ খোরশেদ আলম। কর্মশালা শুরু আগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সদর উপজেলা প্রদক্ষিণ করে কমর আলী স্কলের সামনে এসে শেষ হয়।