নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদক বিরোধী প্রচারনা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদক বিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল কবির। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমর আলী স্কুলে প্রধান শিক্ষক আঃ জলিল ও সহকারি প্রধান শিক্ষক সেলিনা পারভীন প্রমূখ।