না.গঞ্জ রাইফেল ক্লাব পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের অন্যতম প্রাচীন শ্যূটিং ক্লাব নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, এনডিইউ, পিএসসি, জিওসি, এরিয়া কমান্ড, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাস। এ সময়ে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, এসজিপি, বিজিবিএম, পিএসসি, স্টেশন কমান্ড, স্টেশন সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, কর্ণেল মোহাম্মদ মনিরুল ইসলাম পিএসসি, হেডকোয়ার্টার, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাস, মেজর মোহাম্মদ আমজাদ হোসেন, এসএসও-২, স্টেশন সদর দপ্তর, ঢাকা সেনানিবাস সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় মেজর জেনারেল শফিউদ্দিন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি রাইফেল ক্লাবের শ্যূটিং স্পোর্টসে জাতীয় ও আর্ন্তজাতিক ক্ষেত্রে অবদানের ভূয়শী প্রসংসা করেন। এ সময় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ১০ মিটার শ্যূটিং রেঞ্জের প্রশিক্ষন কার্যক্রম প্রত্যক্ষ করেন। মেজর জেনারেল শফিউদ্দিন আশা করেন যে,আগামীতে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং ও ক্রিকেট বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সাথে অংশ গ্রহণের মাধ্যমে আরও সফলতা বয়ে আনবে।

মেজর জেনারেল শফিউদ্দিনকে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অর্ভ্যথনা জানান সাবেক জাতীয় শ্যুটার ও ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোরশেদ সারোয়ার সোহেল, শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস, কার্যকরি কমিটির সদস্য এহসানুল হাসান নিপু, সাবেক জাতীয় শ্যূটার শফিকুজ্জামান, জাতীয় শ্যূটার শারমিন শিল্পা, মাহমুদুল হাসান সজিব, কামরুন নাহার কলি, ক্লাব সদস্য সাইফুল ইসলাম মাসুম, সোহেল আক্তার সোহান, আশিকুর রহমান আশিক, খন্দকার সাইফুল ইসলাম প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত