নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এর উদ্যোগে আনন্দঘণ পরিবেশে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের পাশাপাশি ভর্তা, নানা ধরনের সবজি, পিঠা ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ।