নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবস তায়কোয়ানডো প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল ২টি স্বর্ণ, ৪টি রূপা এবং ৩টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। দলটির নেতৃত্ব দিয়েছেন রহমত আলী।
প্রতিযোগিতার ৬৫ কেজি বিভাগে স্বর্ণ পদক পেয়েছেন রহমত আলী। ৩৫ কেজি বিভাগে স্বর্ণ পদক পেয়েছেন মেহেদী। ৩০ কেজি বিভাগে জোবায়েত, ৪০ কেজি বিভাগে আল আমিন, ২৫ কেজি বিভাগে জিহাদ রূপা পদক পেয়েছেন। ৯০ কেজি বিভাগে আসিফ, ৪০ কেজি বিভাগে ফাহাদ এবং ৬০ কেজি বিভাগে নাহিদ পেয়েছেন ব্রোঞ্জ পদক।
দলের এ সাফল্যে জেলা তায়কোয়ানডো দলের নেতা রহমত আলী সহ সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।