নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ মোহাম্মদ জায়েদুল আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ মোহাম্মদ জায়েদুল আলম নতুন একজন ওসি এবং এএসপি (শিক্ষানবিস) দ্বয়ের যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এছাড়া ১৭ জন কনস্টেবলকে জেলা পুলিশের তত্ত্বাবধানে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান শেষে সনদপত্র বিতরণ করা হয়।