নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জসীম উদ্দিন আহমেদ চৌধুরীকে সভাপতি ও আলী আকতার হিমেল (মাদানী) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ তাঁতী লীগ একাংশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম বিটু এবং কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার আহমেদ টুকু।
১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানী ঢাকার উত্তরায় শেখ কামরুল ইসলাম বিটু এর রাজনৈতিক কার্যালয় ও তার বাসভবনে ঢাকা মহানগর উত্তর, দক্ষিন, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দিয়ে কমিটির তালিকা নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়।
অনুমোদন পাবার পর এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও নবগঠিত নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ছোট ভাই, জননেত্রী শেখ হাসিনার শ্রদ্ধেয় চাচা, সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য শেখ কামরুল ইসলাম বিটু’র নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের একাংশের প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। অত্র কমিটির অনুমোদন দেয়ায় আমরা তাকে সহ কেন্দ্রীয় কমিটির সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার ডাকে আমরা সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক কর্মসূচি পালন সহ বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
এসময় নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের কার্যকরী সভাপতি এড. আব্দুল লতিফ মিয়া, সহ-সভাপতি হোসেন খোকন মোল্লা, নাজিম উদ্দিন ও হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলী, সহ-সাধারণ সম্পাদক নবীর হোসেন রবিন খাঁন, মানিক ও তানজির হোসেন গিয়াস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, দপ্তর সম্পাদক রিপন মল্লিক, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহম্মেদ চৌধুরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুবর্না রেশমা লিপি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাজী ফখর উদ্দিন, সহ-শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক ফারুক, সাংস্কৃতিক সম্পাদক মিলন মাতবর, সহ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হানিফ, পাট ও তাঁত বস্ত্র সম্পাদক বদরুজ্জামান, সহ-কৃষি ও সমবায় সম্পাদক প্রদীপ চন্দ্র মন্ডল, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ, সদস্য মতিন, আনোয়ার হোসেন ও হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অত্র কমিটির অনুমোদন পাবার পর তাঁতী লীগ একাংশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম বিটু সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী সহ অত্র কমিটির অন্যান্য নেতা-কর্মীরা।