নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয় দিবসে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে আসামিদের নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। আদালত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩শ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।