নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. আবদুল হাই কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক মোহাম্মদউল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগ নেতা আলী নুর মোল্লা, গোগনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের শেখ মো. রফিক মেম্বার।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধায় মো. আবদুল হাইয়ের বাসভবনে উপস্থিত হয়ে তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সদর থানা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. জসিমউদ্দিন, এবিএম আজাহারুল ইসলাম, মো. নাজির ফকির, যুবলীগ নেতা এস এম সালেহ আহমেদ খোকন, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, আব্দুল আজিজ সরকার, মো. শাহাজাহান, মো. নূরউদ্দিন প্রমুখ।