না.গঞ্জ জাগ্রত সংসদের উদ্যোগে ব্লিচিং পাউডার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র ঈদ-উল আযহায় কোরবানির পর বর্জ্য ও জায়গা জীবানুমুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের উদ্যোগে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ৩০ জুলাই বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি রাগীব হাসান ভুইয়া নিজ কার্যালয়ে বিভিন্ন এলাকার ব্যাক্তিদের মাধ্যমে ব্লিচিং পাউডার হস্তান্তর করেন।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া, ভুইয়াপাড়া, নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, কাশিপুর, মধ্য নরসিংপুর, পঞ্চবটি, জামতলা, মাসদাইর, ইসদাইর, গলাচিপা, নিমতলা, আলসাবাহ সহ বেশ কয়েক জায়গায় ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

এদিকে নাসিক ১৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও নাসিক ১২ নং ওয়ার্ড এর কাউন্সিলর শওকত হাসেম শকুর সহযোগিতায় নারায়ণগঞ্জের ফতুল্লা ও কাশীপুর সহ বিভিন্ন জায়গায় ২০ টি স্পটে ব্লিচিং পাউডার বিতরণ এর উদ্যোগ নেয়া গ্রহন করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই শহরের একটি রেষ্টুরেন্টে দুই করোনা বীর কে জাগ্রত সংসদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এক পর্যায়ে খোরশেদ জাগ্রত সংসদের  কাজে খুশি হয়ে ১০০০ প্যাকেট ব্লিচিং পাউডার দেয়ার ঘোষনা দেয়। পরবর্তীতে বিশেষ অতিথি শওকত হাসেম শকু ও ব্লিচিং পাউডার বিতরণে জাগ্রত সংসদকে সহযোগিতার আশ্বাস দেন। এরপর সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া মোট ২০০০ প্যাকেট ব্লিচিং পাউডার বিতরণের জন্য উদ্যোগ নেয়।

add-content

আরও খবর

পঠিত