না.গঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি টিটু, সহ-সভাপতি বিপ্লব সাহা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার )  : নারায়ণগঞ্জ ক্লাব ২০২১ সালের পরিচালনা কমিটির নির্বাচনে ১১টি পদের মাঝে ১০ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর আহম্মেদ টিটু। এতে ক্লাব সদস্যদের ভোটের মাধ্যমে ২৮৬ ভোটের ব্যবধানে সহ-সভাপতি পদে বিপ্লব সাহা  বিজয়ী হয়। তার প্রতিদ্বন্দ্বী  ছিলেন ইঞ্জিনিয়ার হোসেন মো. তানিম তৌহিদ। ১৯ ডিসেম্বর শনিবার শান্তির্পূণ ভাবে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ভোট গ্রহন শেষে সন্ধ্যার ৭ টার দিকে সহ-সভাপতি পদে বিজয়ীর ফলাফল ঘোষনা করা হয়।

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ক্লাব ২০২১ সালের পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন সাবেক সভাপতি তানভীর আহম্মেদ টিটু, একই সাথে উর্ধ্বতন সহ সভাপতি মো. শেখ হাফিজুর রহমান এবং বাকি ৮ টি পরিচালক পদে মো. আশিক উজ্জমান, মো. ইদী আমিন ইব্রাহীম খলিল, মইনুল হাসান, সুশান্ত কুমার তালুকদার, মো. সেলিম রেজা সিরাজি, এস এম রানা, তমিজ উদ্দিন রিজভী, তোফাজ্জল হোসেন মুকুল তারা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, প্রতি বছর ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে ক্লাবের কমিটি গঠনের ঐতিহ্য রয়েছে। সেই অনুযায়ী এই বছরও হলো  নির্বাচন। এদিকে, ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী তা নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড হয়। বর্তমানে এ ক্লাবের সদস্য সংখ্যা ১ হাজার ৪ শত জন।

add-content

আরও খবর

পঠিত