না.গঞ্জ ক্লাব আমার প্রিয় একটি ক্লাব : জনপ্রশাসন সচিব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারায়ণগঞ্জ ক্লাব ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী টেনিস টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করা হয়।

রবিবার (৮ই মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের মাঠে জেলা প্রশাসক মো. জসীমউদ্দিনের সভাপতিত্বে পায়রা ও বেলুন উড়িয়ে এ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই  টুর্নামেন্ট। তাঁর খেলাধুলার প্রতি অনেক ঝোক ছিলো। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার এই টেনিস টুর্নামেন্ট আয়োজনকারীরা প্রশংসার দাবীদার। আমি মূলত টেনিস খেলে থাকি। শুধু অফিসার্স ক্লাব নয় বিগত ৫/৬ বছর ধরে নারায়ণগঞ্জ ক্লাব আয়োজিত টেনিস টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি। অতএব আপনারা বুঝতে পারছেন টেনিসের প্রতি আমার  মনে ভালোবাসা দুর্বার গড়ে উঠেছে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ ক্লাব আমার প্রিয় একটি ক্লাব। এই ক্লাবে যখন আমরা আসি এবং খেলি তখন তাদের অতিথিপরায়ণতা ভুলার নয়।  আমাদের প্রতিটি দল ক্লাবের অতিথিপরায়ণতায়  মুগ্ধ। এই ক্লাবের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষ বড় মনের। আমি আশা করি অংশগ্রহণকারীরা আমাদের সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিবে।

উদ্বোধনী এ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, যুব ক্রীড়া অধিদপ্তরের অতিরিক্ত সচিব মাসুদ করিম, জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আকসির, ফারুক বিন ইউসুফ পাপ্পু,  যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আসলাম প্রমুখ।

উল্লেখ্য,  টুর্নামেন্টে মোট ২২টি দলের মধ্যে ২১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪মার্চ  অথবা ১৫ মার্চ টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিমকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা ও রানার্সআপ টিমকে প্রাইজমানি হিসেবে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত