নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে পরিদর্শনে আসার পর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সুবাস কুমার ঘোষ ও জেলার শাহ রফিকুল ইসলাম তাকে জেল গেটে স্বাগত জানান।
কারাগার পরিদর্শনকালে সার্বক্ষনিক বন্দিদের খোঁজ খবর নেয়া ও নিয়মিত আদালতের সহিত নিয়মিত যোগাযোগ রাখার জন্য জেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি কারাগারের বাহিরে নবনির্মিত পার্কের ভূয়সী প্রসংসা করেন। পরিদর্শন কালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান এর সাথে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদের সহ অন্যান্য জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।