না.গঞ্জ আইনজীবী সমিতি ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধনে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ৮ তলা ডিজিটাল ভবন নির্মাণে ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ১ম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল। এরপর দুপুরে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন, সাবেক আইনজীবী সমিতির সভাপতি এড. আমিনুল ইসলাম, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান বলেন,  মানুষের  কোন কর্ম কখন কি ইতিহাস তৈরি করতে পারে সেটি কেউই বলতে পারেনা। এখানকার আইনজীবীদের স্বপ্ন ছিলো একটি ডিজিটাল বার ভবন নির্মাণ করা। আমিও ভাবতে পারিনি কিন্তু এই আইনজীবী নেতারা সেটি করে দেখিয়েছেন। আমি ধন্যবাদ জানাই তাদের তারা কাজটি শেষ করতে পেরেছেন। আপনারা উন্নত আইনজীবী বলেই এমন ডিজিটাল বার ভবন করা সম্ভব হচ্ছে। আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা করার জন্য।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল বলেন, ডিজিটাল বার ভবন নির্মাণের কাজ করতে গিয়ে অনেক ঝড়ঝাপ্টা এসেছে। এভবন নির্মাণে সাংসদ শামীম ওসমান, সেলিম ওসমান সর্বাত্মক সহযোগিতা করেছেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। একাজের উদ্বোধন করতে আইনমন্ত্রী নারায়ণগঞ্জে আসার আগে তাঁর কাছে বেনামে একটি চিঠি পাঠানো হয়েছিল। তাকে বলা হয়েছে এই ভবন তৈরির জন্য কোন প্ল্যান নাই। কিন্তু আমরা শেষ পর্যন্ত তাকে নারায়ণগঞ্জে আনতে পেরেছিলাম। ষড়যন্ত্র রুখতে সার্কিট হাউজে মন্ত্রী অবস্থানকালে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছিলাম। অনেকে সংশয় প্রকাশ করেছেন সেলিম ওসমান জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে অর্থ দেবেননা। কিন্তু তিনি গতবছরই ১ কোটি টাকা এই বারভবন নির্মাণের জন্য দিলেন। জাতীয় নির্বাচনের পর দিলেন আরো ৫০ লাখ টাকা। এই কয়েকদিন আগের আরো ৫০ লাখ টাকাসহ তিনি ইতিমধ্যে ২ কোটি টাকা এই বার ভবন নির্মাণের জন্য দিয়ে দিয়েছেন। 

সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বলেন, এই বারভবনের কাজকে বাধাগ্রস্ত করতে বারবার জেলা প্রশাসক, গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে বিরক্ত করা হলো। জেলা ও দায়রা জজের আন্তরিক সহযোগিতা ও অন্য দপ্তরগুলোর সহযোগিতার কারণে বারভবনের কাজ ঠিকই এগিয়ে চলেছে। সাংসদ শামীম ওসমান বেশ কয়েকবার এসে এই বারভবনের কাজ দেখে গেছেন। বারভবন নির্মাণের জন্য জেলা ও দায়রা জজ আদালতের করিডোর ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন, সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগিতায় তৎকালীন জেলা প্রশাসক রাব্বী মিয়ার মাধ্যমে সার্কিট হাউজের দেয়াল ঘেঁষে আইনজীবীদের বসার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ। ডিজিটাল এই বারভবন নির্মাণের জন্য আইনজীবী সমিতির ফান্ডের একটাকাও খরচ করা হয়নি। আমরা বলেছিলাম আইনজীবী সমিতির ফান্ড ১০ কোটি টাকা করে যাবো সেটিও পারবো। আইনজীবীরা সর্বোপরি সহযোগিতা করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু অনেকেই চেষ্টা করেছেন আইনজীবীদের স্বার্থ নষ্ট করার জন্য। বারভবন নির্মাণের জন্য নেপথ্যে থেকে কাজ করার জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মো. মোরশেদ সারওয়ার সোহেলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহ্ মো. জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন আতিক, কাওছার আলম, পাবলিক প্রসিকিউটর এড.ওয়াজেদ আলী খোকন, জিপি এড মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ, এড. শামসুল ইসলাম ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এড. আলী আহম্মদ ভূঁইয়া, সহসভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. স্বপন ভূঁইয়া, এপিপি এড.সুইটি ইয়াসমিন, এপিপি এড.জাসমিন আহমেদ, এড. সেলিনা ইয়াসমিন, এড.নুর জাহান বেগম প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে আইনজীবী সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত ও সাংসদ শামীম ওসমান এবং সেলিম ওসমানের সুস্বাস্থ্য কামনা করে  মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার। পরে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত