নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : মহামারি করোনার ভয়াবহতা বিষয়ক সচেতন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম এর পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচী পালিত। ২৯ জানুয়ারি শুক্রবার সকালে চাষাড়ায় মাস্ক বিতরণ কার্যক্রমের মাধ্যমে নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম এর সভাপতি মেহেরাব হোসেন অপু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান এর নেতৃত্বে এই কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
মাস্ক বিতরণ কর্মসূচীকালে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম এর সভাপতি মেহেরাব হোসেন অপু সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার শুভ, সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব সরকার অর্থ সম্পাদক সামসুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক নাহিদ, কার্যকরী সদস্য জহির খান, কার্যকরী সদস্য মিলন বর্মন, সদস্য কাজি সোহাগ সহ তাছাড়া এসময় নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।