না.গঞ্জে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির টহল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এবং নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির টহল।

রবিবার (২৩ ডিসেম্বর) সারাদিন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পুলিশ ও বিজিবি সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত  নির্বাচনী এলাকাগুলোতে টহল ও পর্যবেক্ষণ করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন জানান, জেলার পাঁচটি সংসদীয় আসনেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ নির্বাচনী আচরণ বিধিমালা মেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারপরও কিছু ক্ষেত্রে নির্বাচন আচরণ বিধিমালা ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় প্রার্থীগণ ও তাদের সমর্থনকারীকে আইন প্রয়োগের পাশাপাশি মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনে উৎসাহ প্রদানের জন্য প্রার্থীগণের মাঝে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কিত বুকলেট বিতরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত