না.গঞ্জে ব্যাংক কর্মর্কতা ও ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : রমজান ও আসন্ন ঈদ উপল‌ক্ষে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে নারায়ণগ‌ঞ্জে ব্যাংক কর্মর্কতা ও ব্যবসায়ী নেতা‌দের সা‌থে মতবি‌নিময় অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শনিবার (১৮ মে) দুপুর আড়াইটায় সদর ম‌ডেল থানা ভব‌নের চতূর্থ তলায় এ আ‌য়োজন করা হয়। এ‌তে অংশ নেয় শহ‌রের সদর থানা আওতাধীণ সকল ব্যাংক কর্মকর্তা প্র‌তি‌নি‌ধিগণ, দোকান মা‌লিক স‌মি‌তি, স্বর্ণ ব্যবসায়ীরা।

সদর থানা অফিসার ইনচার্জ ( ও‌সি ) মো. কামরুল ইসলাম এর সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌ন ১৬নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর ও বাংলাদেশ হো‌সিয়ারী স‌মি‌তির সভাপ‌তি নাজমুল আলম সজল, বি‌শিষ্ট ব্যবসায়ী ও পূজা উদযাপন ক‌মি‌টির নেতা শংকর কুমার সাহা ও ইন্স‌পেক্টর মিজানুর রহমান।

মতবিনিময় সভায় হোসিয়ারী সমিতি সভাপতি ও কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, শুধু মাহে রমজানই নয়, এই উদ্যোগ যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, তা আমরা চাই। আমরা আপনাদের তৎপরতায় অত্যন্ত খুশি। তবে এটাও খোয়াল রাখবেন অনেক অপরাধীরা পুলিশের কাছ থেকে ছাড় পেয়ে যায়। যারা অপহরণ করে মুক্তিপন দাবী করে এমন একটি কুচক্রি মহল সমাজে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আর ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে আমি বলব, আপনাদের যেকোন সহযোগীতায় আমরা পাশে আছি। ডাকবেন চলে আসবো।

জনসাধারণ ও সকল ব্যাংক কর্মকর্তা সহ ব্যবসায়ী‌দের নিরাপত্তায় ২৪ ঘন্টা পু‌লি‌শের সদস্যরা তৎপর থাক‌বেন ব‌লে আশ্বাস দি‌য়ে সভাপতির বক্তব্যে অ‌ফিসার ইনচার্জ মো. কামররুল ইসলাম ব‌লেন, নারায়ণগঞ্জ এক‌টি বা‌নি‌জ্যিক এলাকা। আপনারা চির‌দিন এখা‌নে ব্যবসা কর‌বেন। পু‌লিশ সুপা‌রের নির্দে‌শে আপনা‌দের জন্য তৎক্ষনাত যে‌কোন অপরাধ দম‌নে মোটর সাই‌কে‌ল ফোর্স এর হোন্ডা মোবাইল সা‌র্ভিস চালু করা হ‌য়ে‌ছে। যেকোন ধরনের সমস্যায় ঘটনাস্থলে থেকেই জানাবেন আপনারা সেখানেই সেবা পাবেন। আমরা হয়‌তো একটা সময় অন্য জায়গায় চ‌লে যা‌বো। ত‌বে আপনা‌রা যেন নিরাপ‌দে থাক‌তে পা‌রেন এটা আমা‌দের দা‌য়িত্ব। সে দা‌য়িত্ব পাল‌নে আমরা মো‌টেও পিছ পা হ‌বেনা। আমরা আপনা‌দের‌কে শতভাগ নিরাপত্তা দি‌তে চাই। তাই আপনা‌দের সহ‌যোগীতা চাই।

add-content

আরও খবর

পঠিত