নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ- স্লোগানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিনের উপস্থিতিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের সভাপতিত্বে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জেও আমরা এইডসের বিষয়ে অনেক উদ্যোগে নিয়েছি। বিভিন্ন এনজিওগুলো এইডস নিয়ে কাজ করছে। এইডস নিরাময় করতে হলে সমাজের মধ্যে সামাজিক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসচেতনতাই পারে সমাজ থেকে এইডস নিরাময় করতে।
সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) তত্ত্বাবধায়ক ডা.আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, এনজিও নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।