নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক অপহরণের ঘটনায় গোলাম রাব্বী নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত জান্নাতুল প্রীতি ওরফে আলোকে উদ্ধার করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের দেওভোগ ব্যাপারি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ। গোলাম রাব্বী একই এলাকার রফিকের ছেলে।
এর আগে অপহৃত জান্নাতুল প্রীতির মা রূপালী বাদী হয়ে গোলাম রাব্বীসহ তিনজনের বিরুদ্ধে রোববার রাতে একটি মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে সদর মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, জান্নাতুল প্রীতির পূর্ব পরিচিত গোলাম রাব্বী তার কয়েকজন বন্ধু মিলে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ডিআইটি এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার মা রূপালী বেগম একটি মামলা দায়ের করেন।