নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ৫টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রাব্বী মিয়ার নিকট চার প্রার্থীর মনোনয়ন পত্র প্রদান করা হয়।
মনোনয়ন পত্র জমা দেন, নারায়ণগঞ্জ-১ আসনের পদ প্রার্থী মুফতি এমদাদুল্লাহ হাশেমি, ২ আসনের পদ প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দিন, ৪ আসনে পদ প্রার্থী মো. শফিকুল ইসলাম, ৫ আসনের পদ প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সি।
এরআগে সোনারগাঁ ৩ আসনের পদ প্রার্থী মাওলানা সালাহ উদ্দিন নূরী সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নীং কর্মকর্তার নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।