নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে সামছুজ্জোহা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মোবারক হোসেনের মালিকানাধীন একটি মাছের খামারে ডাইংয়ের বিষাক্ত পানি ছেড়ে মাছ মারার অভিযোগ উঠেছে। আজ ৫ই মে বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সামছুজ্জোহা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভুগী জানায়, জনৈক শীতল নামের এক ব্যক্তির ডাইংয়ের বিষাক্ত পানি পুকুরে ছাড়ার কারণে মাছ মরে গেছে। তবে এ ব্যাপারে শীতল নামের ওই ডাইংয়ের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় মাছের খামারের মালিক একটি অভিযোগ দায়ের করেছেন। ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ।