নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যেগে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে। ১৯ জানুয়ারি শনিবার সকাল থেকে কোরানখানি ও বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্যামে দিনব্যাপী কর্মসূচী শেষ হয়।
শনিবার বিকাল ৩টায় মহানগরীর মাসদাইরে অবস্থিত মজলুম মিলনায়তনে শহীদ জিয়াউর রহমান স্বরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সস্মাদক মাসুকুল ইসলাম রাজিব,কেন্দ্রীয় যুবদল নেতা আজিজুল হক আজিজ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো, সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সানোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাগর প্রধান, শ্রমিকদল নেতা বিল্লাল হোসেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, শহীদুল রিপন, আলী নওশদ তুশার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল প্রধান,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
আলোচনা সভায় জেলা বিএনপির সাংগঠনিক সস্মাদক মাসুকুল ইসলাম রাজিব বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াই এদেশের মানুষকে একদলীয় শাষনের হাত থেকে মুক্ত করে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজউদ্দিন মন্তু বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে বাংলাদেশে বর্তমান একনায়কতন্ত্রে পতন ঘটাতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান।
মহানগর যুবদলের সহ সভাপতি সানোয়ার হোসেন বলেন, জুলুমবাজী কখনো চিরস্থায়ী হয় না। জুলুমবাজদের পতন অনিবার্জ্য। তিনি সরকারী দলের দালালদেও অবিলম্বে দল থেকে বহিস্কার ও তাদের বয়কটের আহবান জানান।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অবরুদ্ধ গনতন্ত্র পুরুদ্ধারে শহীদ জিয়ার আদর্শের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোড়দার করার আহবান জানিয়ে খোরশেদ নেতাকর্মীদের ধৈর্ষ্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়ে বলেন কয়েকদিনের মধ্যেই আমরা ওর্য়াড ও থানা পর্য়ায়ে কর্মী সভা আহবান করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের সাংগঠনিক কার্যক্রম জোড়দার করবো ইনশাল্লাহ। তিনি নেতাকর্মীদের অবিলম্বে হয়রানি বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
খোরশেদ আরো বলেন, শহীদ জিয়া যেমন এদেশের শর মানুষকে একদলীয় শাষনের হাত থেকে মুক্ত করে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় গনতন্ত্র পুনুরুদ্ধারের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।তিনি আরো বলেন শহীদ জিয়ার ১৯ দফাই আমাদের মুক্তির রুপরেখা। তিনি বিপদে আপদে নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করে বলেছেন আমারা পদ পদবী বা ক্ষমতার হালুয়া রুটির জন্য নয়, শহীদ জিয়ার আদর্শকে ভালবেশে রাজনীতি করি।
যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপি নেতা পারভেজ আহম্মেদ, ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক, সোহেল রানা,বন্দর থানা যুবদলের ইমরুল ভুইয়া, গুলজার হোসেন, হাবীব, জাহাংগীর, সজিব ও কাশেম সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।
কয়েকশত নেতাকর্মীর অংশ গ্রহনে আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, তৈয়বা মজুমদার সহ সকল মরহুম নেতাকর্মীর রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা ও কারামুক্তি কামনা ও দেশের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে শহীদ জিয়ার ৮৩তম জন্মদিন উপলক্ষে ৫০ পাউন্ডের কেক কাটেন উপস্থিত নেতাকর্মীরা।