নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গাজী ইভেন্ট প্লানের আয়োজনে প্রথম বারের মত নারায়ণগঞ্জে হতে যাচ্ছে তিন দিন ব্যাপী ঈদ মেলা। পবিত্র ঈদুল আযহা-২০১৯ কে সামনে রেখে এ্ মেলাতে অংশগ্রহণ করতে যাচ্ছে নারায়গঞ্জের অনলাইন, উদ্যোগী ব্যবসায়ী ও তরুণ ব্যবসায়ীরা। আগামী ১৬, ১৭, ১৮ জুলাই সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দ্যা গ্রান্ড হল রেস্টুরেন্টের ৭ তলায় (লিফট-৬) এ ঈদ মেলা অনুষ্ঠিত হবে।
মেলার মিডিয়া পার্টনার: নারায়ণগঞ্জ বার্তা ২৪ ও চ্যানেল নারায়ণগঞ্জ। সাপর্টিং গ্রুপ: গার্লস নেটওয়ার্ক ও গার্লস ইউনিটি অফ নারায়ণগঞ্জ।
এ মেলায় জামা-কাপড়, গহণা, জুতা, কসমেটিকস, ব্যাগ ও খাবার ইত্যাদির জন্য স্টল বুকিং চলছে। যোগাযোগ করুন : গাজী ইভেন্ট প্লানার ০১৯৭৬০৯৩০৯৮, ০১৬১৬০৯৩০৯৮। বুকিং এর শেষ সময় ১০ জুলাই।