না.গঞ্জে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার দাবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে চার সাংবাদিক সহ সারাদেশে সকল গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা মঙ্গলবার দুপরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলার সর্বস্তরের সাংবাদিকরা এ সভায় অংশ নেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবরে সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।

বক্তারা এ সময় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভাই আলী রেজা রিপনের দায়ের করা হয়রানীমূলক তৎকালীন আইসিটি অ্যাক্ট ৫৭ ধারা এবং বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ইত্তেফাকের সাংবাদিক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, যুগান্তর ও ডিভিসি নিউজের সাংবাদিক রাজু আহম্মেদ, আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, বিডি নিউজ ওর্য়াল্ড এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান কচিকে অনতিবিলম্বে প্রত্যাহার করার জোর দাবী জানিয়ে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের এ প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

প্রতিবাদ সভায় বক্তারা আ‌রো বলেন, শুধুমাত্র গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই তা‌দের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রায় সাড়ে তিন বছর ধরে এসব মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। শুধুমাত্র সত্য তুলে ধরার কারণে হয়রানি করতেই এই চার সাংবাদিকের বিরুদ্ধে এসব মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর ভাই আলী রেজা রিপন। আমরা চাই এসব মামলা প্রত্যাহার করা হোক।

সভায় প্রধান অতিথি ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ বলেন, যাদের বিরুদ্ধে এ মামলাগুলো করা হয়েছে তাদের একজন এই জেলার একজন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদল, দৈনিক যুগান্তর ও ডিবিসি নিউজের সাংবাদিক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি।

এই গণমাধ্যম কর্মীরা নিজ নিজ কর্ম দিয়ে প্রতিষ্ঠিত। তাদের বিরুদ্ধে মামলা করার নেপথ্য কারণ হতে পারে অন্য গণমাধ্যম কর্মীদের প্রতি একটি মেসেজ, সেটি হলো সত্য লেখা যাবে না। শুধু নারায়ণগঞ্জই নয়, পুরো দেশেই এ অবস্থা বিরাজ করছে। আমরা চাই এ আইনটি ধীরে ধীরে গণমাধ্যমের জন্য কালো আইনে রূপান্তরিত হোক। এ আইন বাতিল করা হোক কিংবা আইনের সংশোধন করা হোক, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের ওপর যেন এ আইন খড়গে পরিণত না হয়।

প্রতিবাদ সভার সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম বলেন, পূর্বে তথ্য ও প্রযুক্তি আইন নিয়ে সমালোচনা হয়েছিল। পরে ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো। আমরা আইনের বিরুদ্ধে নয়, আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সংবিধানে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন সেই স্বাধীনতা ক্ষুণ্ণ করে। সংবিধান ও ৩২ ধারা সাংঘর্ষিক। এ আইন দুর্নীতিবাজদের রক্ষাকবচ হিসেবে দুর্নীতি করার জন্য উৎসাহ জোগাচ্ছে। এ আইন অবিলম্বে প্রত্যাহার অথবা অসঙ্গতিগুলো সংশোধনের দাবি জানাই।

এছাড়াও উপস্থিত ছিলেন, কালের কন্ঠ এবং নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ সভাপতি শফিকুল ইসলাম আরজু, সা‌বেক সহ সভাপ‌তি উত্তম সাহা, সাংগঠনিক সম্পাদক  নুরুজ্জামান কাউসার.সা‌বেক সহ-সাংগঠ‌নিক সম্পাদক হাসান মজুমদার বাবলু, দপ্তর সম্পাদক রশিদ চৌধুরী, প্রচার সম্পাদক বদরুজ্জামান রতন, আইন বিষয়ক সম্পাদক বদিউজ্জমান খান, কার্যকরি সদস্য আক্তার হোসেন, তৌকির আহম্মেদ রাসেল, আসলাম হোসেন, নুর হোসেন, তাহের, কাজল, ফারুক, সুজন, সা‌ব্বির, বন্দর প্রেস ক্লাবের সভাপতি পিন্টু খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহীম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের হোসেন শিবলী শিবলু, আড়াই হাজার প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনউজে) সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম, রিপোর্টাস ক্লাবের সভাপতি রাসেল, দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুুদুর রহমান দিপু, খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, ডেইলি নারায়ণগঞ্জ এর শেখ মনির, কাজি রিয়াল সাব্বির, রা‌ব্বি সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত