নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের সার্বিক নির্দেশনায় কিশোর অপরাধ প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করনে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, কিশোর অপরাধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশারফ হোসনে। অনলাইন প্লাটফর্ম জুম এর মাধ্যমে কর্মশালায় সংযুক্ত থেকে মূল্যবান মতামত প্রদান করনে ৬২ বিজিবি, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান আল আমিন, র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকার, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির সঞ্চালনায় মডারেটর হিসাবে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা ও মহেদেী হাসান ফারুক।
কর্মশালার উন্মুক্ত আলোচনা থেকে ৯টি প্রস্তাবনা উঠে আসে। প্রস্তাবনাগুলো হচ্ছে, শিশু কিশোরদের আগ্রহ প্রবণতা অনুসন্ধান করে সেভাবে শিক্ষা ও কর্মের ব্যবস্থা করতে হবে, নারায়ণগঞ্জের টিকটক গ্রুপ চিহ্নিত করতে হবে, পঞ্চায়েত প্রথা চালু করে কিশোর অপরাধ প্রতিহত করতে হবে, এলাকা ভিত্তিক খেলাধুলার আয়োজন করতে হবে, মাদক আসামীরা যাতে সহজে জামিন না পায় সে ব্যবস্থা নিতে হবে, সন্ধ্যার পর প্রশাসনের নজরদারী ব্যবস্থা বাড়াতে হবে, কারিগরি শিক্ষা সহজলভ্য করতে হবে, কিশোর সংশোধন কেন্দ্রে নিয়মিত মনিটরিং করতে হবে এবং স্থানীয় পর্যায়ে যারা লিডার আছেন তাদের কিশোর অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধি র্কাযক্রম হাতে নিতে হবে।